খােলা বাজার২৪।। রবিবার, ২৭ আগস্ট, ২০১৭: ঠাকুরগাঁও একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূর্নবাসন কেন্দ্রে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ২ টি ভ্যান গাড়ি বিতরণ করেন ৩০ বিজিবির পরিচালক খাদেমুল বাশার।
রবিবার (২৭ আগস্ট) বিকালে একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূর্নবাসন কেন্দ্রে ভ্যান গাড়ি বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক খাদেমুল বাশার, জেলা সমাজ সেবা অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হাসেম, ৭নং চিলারং ইউপির সাবেক চেয়ারম্যান ফজলুল হক, একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম প্রমূখ। স্কুলটির সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।