খােলা বাজার২৪।। রবিবার, ২৭ আগস্ট, ২০১৭:শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ২ শত শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে বে-সরকারি উন্নয়ন সংস্থা গুডনেইবারস্ এর আয়োজনে অফিস হলরুমে উপবৃত্তি প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক শিক্ষা অফিসার জহুরুল হক, গুডনেইবারস্ ম্যানেজার কর্ণেল কস্তা, প্রেস ক্লাব যুগ্ন-সম্পাদক বিষ্ণু পদ রায়, গুডনেইবারস্ স্পন্সরশীপ অফিসার বিধান মন্ডল, ইপি অফিসার মোশারফ হোসেন প্রমুখ। পরে অতিথি বৃন্দ প্রত্যেক শিক্ষার্থীর মাঝে ২ হাজার ৫ শত টাকা বিতরণ করেন।