খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭: প্রিমিয়ারব্যাংকআরোএকটিনতুনশাখা (১০১ তম) দি গ্লাসহাউজ, প্লটনং ৩৮, গুলশানএভিনিউ, গুলশান-০১, ঢাকায়গতকাল ২৯ শে আগষ্ট, ২০১৭ আনুষ্ঠানিকভাবেশুভউদ্বোধনকরাহয়। উক্ত অনুষ্ঠানেপ্রধানঅতিথি ও বিশেষঅতিথি হিসেবেউপস্থিত ছিলেনপ্রিমিয়ার ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব বি.এইচ. হারুণ এমপি, আব্দুস সালাম মুর্শেদী ও শাহ্্ মোহাম্মদ নাহিয়ান হারুণ ও ব্যাংকের উপদেষ্টা জনাব মুহাম্মদ আলী । এসময় ব্যাংকের ব্যবস্থাপনাপরিচালক (চলতি দায়িত্ব) জনাবএম. রিয়াজুলকরিমসহ স্থানীয়ব্যবসায়ী ও গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।