
জেলার নেতারা বলেন, বাংলাদেশে ৭ নভেম্বর জাতীয় প্লব ও সংহতি দিবস হিসাবে পালন করা হয়। ১৯৭৫ খ্রীস্টাব্দের এই দিনে সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লব এর স্মরণে এই দিবসটি পালিত হয়। কর্নেল (অবঃ) আবু তাহের এর নেতৃত্বে সংঘটিত এই বিপ্লব জেনারেল খালেদ মোশাররফ এর ৩ দিনের সরকারের পতন ঘটায়।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ ই নভেম্বরের মধ্যেদিয়েই বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠিত করেছেন। এখন কিছু কিছু অরবাচিন নেতা যারা স্বাধীনতার সমায় ভারতেগিয়া অত্ব্যগোপন করেছিল আর এখন সেই অরবাচিন নেতারাই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমায় এলে এই সকল অরবাচিন নেতাদের বিচার করবে।

পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এম ডি বদিউজ্জামান শেখ রুবেল এর নেতৃত্বে পিরোজপুর জেলা ছাএদলের মিছিলে পুলিশ বাধাদেয় বাধা পেরিয়ে ছাএদলের মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ে ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভায় অংশ গ্রাহন করে।
ছাত্রদল নেতাদের মধ্যে উপিস্থিত ছিলেন সদর থানা ছাত্রদল নেতা পরাগ সরদার, ছাত্রনেতা মাসুদ গাজী, কলেজ ছাত্রদল নেতা শুভ হাওলাদার,জেলা ছাত্রদল নেতা এম ডি শহিদুল ইসলাম (রানা),জেলা ছাত্রদলের, শেখ জহিরুল, কলেজ ছাত্রদলের আসাদুজ্জামান নয়ন,এনামুল,আকাশ,রেজাউল,আহাদ, ও অনান্য নেতৃবৃন্দ।