খােলা বাজার২৪। সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭: ব্রিটেনের ৯১ বছর বয়সি রানী দ্বিতীয় এলিজাবেথ কি অবসরে যাচ্ছেন? এমন প্রশ্ন ব্রিটিশদের মনে ঘুরপাক খাচ্ছে। গত রোববার ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে যুদ্ধ করা সৈনিকদের সম্মাননা জানানোর অনুষ্ঠান ‘রিমেমবারেন্স সানডে’তে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন প্রিন্স চার্লস। যা ব্রিটেনের ৬৫ বছরের ইতিহাসে এই প্রথম।
ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে বিশ্বযুদ্ধ এবং অন্যান্য যুদ্ধে অংশ নেওয়া সৈনিকদের অবদান স্মরণ করা হয় প্রতিবছরের ১২ই নভেম্বর। রীতি অনুযায়ী স্মরণ সভায় নিহত সৈনিকদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান ব্রিটেনের রানী। রীতি ভেঙ্গে গত রোববার প্রিন্স চার্লসকে দেখা গিয়েছে শ্রদ্ধা নিবেদন করতে।
অনুষ্ঠানে প্রত্যক্ষভাবে অংশ না নিলেও প্রাসাদের বারান্দা থেকে পুরো অনুষ্ঠানটি দেখেন রানী এলিজাবেথ। ২ মিনিট নিরবতা পালন কালে রানীর চোখে পানি দেখা গিয়েছিলো।
রোববারের স্মরণ অনুষ্ঠানে ডিউক অব ক্যামব্রিজ ও প্রিন্স হ্যারি ছাড়াও উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজনীতিবিদরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও বিরোধী দলীয় নেতা জেরিমি করবিন উপস্থিত ছিলেন সেই স্মরণ সভায়।
এদিকে বাকিংহাম প্যালেস সূত্রে জানা যায়, রানী তার দায়িত্বভার প্রিন্স চার্লসের হাতে হস্তান্তর করতে পারেন বলে জল্পনা-কল্পনা চলছে। ৬৫ বছর পর ব্রিটিশ রাজতন্ত্রে নতুন রাজা আসতে যাচ্ছেন কি না ব্রিটিশদের মধ্যে তা নিয়ে তীব্র কৌতুহল ও আলোচনা চলছে। ইনডিপেনডেন্ট