Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার , ২৫ নভেম্বর, ২০১৭: ইহুদিবাদী ইসরাইল ধ্বংস এবং মধ্যপ্রাচ্য থেকে সর্বশেষ মার্কিন সেনাকে হটিয়ে না দেয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি ইরাক ও সিরিয়ায় উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের পতন উপলক্ষে তেহরানে এক বক্তব্যে এ সতর্কবাণী উচ্চারণ করেন। পার্সটুডের খবর।

দায়েশের পতনে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অভিনন্দন জানান জেনারেল জাযায়েরি। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা ইসলামের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার লক্ষ্যে এই জঙ্গি গোষ্ঠীকে সব রকম পৃষ্ঠপোষকতা দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লেলিয়ে দিয়েছিল।

জেনারেল জাযায়েরি বলেন, দায়েশকে দিয়ে নৃশংস উপায়ে মানুষ হত্যা করে সেই ঘটনার ভিডিও চিত্র বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে আমেরিকাই। কিন্তু শেষ পর্যন্ত প্রতিরোধ সংগ্রামের মাধ্যমে দায়েশকে নির্মুল করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, ইসলামি বিপ্লবের বিজয় থেকে আজ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল ও সাম্রাজ্যবাদী আমেরিকা ইরানের বিরুদ্ধে বহু ষড়ন্ত্র করলেও তার কোনোটিই সফল হয়নি।

জেনারেল জাযায়েরি বলেন, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বহিস্কারের ওপর এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার বিষয়টি নির্ভর করছে। মধ্যপ্রাচ্যের জননির্বাচিত ও বৈধ সরকারগুলোর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চল থেকে বিদেশি সেনাদের হটিয়ে দেয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যের সব যুদ্ধের পরিকল্পনাকারী হচ্ছে মার্কিন সরকার, কাজেই এ অঞ্চলে সংঘটিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের জন্য ওয়াশিংটনই দায়ী। তিনি বলেন, এসব অপরাধের জন্য মার্কিন শাসকদের সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন।