খােলা বাজার২৪। শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭: ড্রিল ও হাতুগি দিয়ে দুই সৌখিন আবিস্কারক কানাডার মন্ট্রিলে বরফ যুগের একটি গুহা আবিষ্কার করেছেন। কম করে হলেও এ গুহাটি ১৫ হাজার বছরের পুরোনো। মন্ট্রিল শহর থেকে এ গুহাটির অবস্থান ৩০ ফুট নিচে। প্রাচীন এ গুহার দেওয়ালটি চুনাপাথরের তৈরি এবং তা ড্রিল ও হাতুড়ি দিয়ে ভাঙ্গার পর বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন ওই দুই ব্যক্তি।
ড্যানিয়েল ক্যারন ও লাক লি ব্লাঙ্ক চুনাপাথরের দেওয়ালটিতে গর্ত করার পর মাথা ঢুকিয়ে দেখতে পান গুহাটি অন্তত ২’শ মিটার দীর্ঘ, ২০ ফুট উঁচু এবং তাতে একটি লেক রয়েছে যা অন্তত ১৫ ফুট গভীর।
গত মঙ্গলবার তারা এ গুহাটি আবিষ্কার করেন। ধারণা করা হচ্ছে এত প্রাচীন গুহা আর কোনো মানব এর আগে কখনো দেখেননি। রসিকতা করে ড্যানিয়েল ক্যারন বলেন, এধরনের গুহা আবিষ্কার করতে হলে কাউকে চাঁদে যেতে হবে। ডেইলি মেইল