Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭: যুক্তরাষ্ট্রের আরিজোনার রিপাবলিকান দলের সিনিয়র সিনেটর ট্রেন্ট ফ্রাঙ্ক ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে তার অফিসে যৌন কেলেঙ্কারীর দায়ে পদত্যাগ করেছেন। তার এ পদত্যাগ কার্যকর হবে আগামী ৩১ জানুয়ারি থেকে। ষাট বছরের এ রাজনীতিবিদ ২০০২ সালে প্রথম ফ্রিডম ককাসের সদস্য হিসেবে নির্বাচিত হন এবং কংগ্রেসের একজন সদস্য হিসেবে গর্ভপাতের বিরুদ্ধে তার ভূমিকা ছিল খুবই শক্তিশালী।

পদত্যাগের ঘোষণা দিয়ে ফ্রাঙ্ক বলেন, আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি যে আমার অফিসে যৌন কেলেঙ্কারীর ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা যা এক প্রচ- কষ্টের সৃষ্টি করেছিল। সর্বাধিক অনুতাপের সঙ্গে আমি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি যেখানে গত তিন দশক ধরে আমি কার্যকরভাবে লড়েছি। আশা করি আমার এ পদত্যাগ মহান অর্জনগুলো থেকে পৃথক হয়ে থাকবে।

ট্রেন্ট ফ্রাঙ্কের এ যৌন কেলেঙ্কারী নিয়ে ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভস এথিকস কমিটি তদন্ত করে ঘটনার সত্যতা পায়। ফ্রাঙ্ক গত বৃহস্পতিবার এ পদত্যাগ ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা আগে মিনেসোটার ৬৬ বছর বয়স্ক সিনেটর আল ফ্রাঙ্কেন জানান, যৌন কেলেঙ্কারীর জন্যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। এর একদিন আগে ডেমোক্রেটিক পার্টির আরেক প্রতিনিধি জন কনইয়ারস যৌন কেলেঙ্কারীর দায়ে পদত্যাগ করেন। এছাড়া এক জরিপে ৭৪ ভাগ উত্তরদাতা বলছেন, যৌন কেলেঙ্কারীর ঘটনা খুবই গুরুত্বপূর্ণ এক বিষয়।