খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮: রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ২দিনের সফরে কুষ্টিয়ায় আসছেন। আগামী ৬ ও ৭ই জানুয়ারী রাষ্ট্রপতির কুষ্টিয়া সফরকে নির্বিঘ্ন করতে কুষ্টিয়ার জেলা প্রশাসনসহ জেলার সকল দপ্তরের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ৬ জানুয়ারী শনিবার বেলা ১টার দিকে ঢাকা থেকে একটি হেলিকপ্টার যোগে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হবেন। দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে কুষ্টিয়া ষ্টেডিয়াম হেলিপ্যাডে অবতরণ করবেন।
এসময় জেলার উচ্চপদস্থ কর্মকর্তা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন। ষ্টেডিয়াম থেকে রাষ্ট্রপতি সার্কিট হাউজে যাবেন সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হবে।
বিকেল ৩টা ৩০মিনিটে রাষ্ট্রপতি শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শন করবেন। কুঠিবাড়ি পরিদর্শনকালে প্রত্নতত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে ব্রিফ করবেন। এরপর তিনি পরিদর্শন বয়ে স্বাক্ষর করবেন এবং শিলাইদহ কুঠিবাড়ি প্রাঙ্গনে একটি বকুল গাছের চারা রোপন করবেন।
কুঠিবাড়ি পরিদর্শন শেষে বিকেল ৪টা ৩০মিনিটে সার্কিট হাউজে অবস্থান করে সন্ধ্যা ৬টায় লালন একাডেমি পরিদর্শন করবেন এবং লালন একাডেমির অডিটরিয়ামে বিভিন্ন শিল্পীর পরিবেশিত লালনের গান উপভোগ করবেন।
রাত ৮টায় রাষ্ট্রপতি কুষ্টিয়া সার্কিট হাউজে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও পেশাজীবীদের সাথে সৌজন্য সাক্ষাত করার কথা রয়েছে। সেখানেই রাষ্ট্রপতি আবদুল হামিদ সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
৭ জানুয়ারী রোববার বেলা ১২টা ৩০মিনিটে রাষ্ট্রপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনে যোগদান করবেন। সমাবর্তন অনুষ্ঠান শেষে ২টা ১৫ মিনিটে কুষ্টিয়া সার্কিট হাউজে প্রত্যাবর্তন করবেন।
এরপর দুপুর ২টা ৩০ মিনিটে কুষ্টিয়া ষ্টেডিয়াম থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দ্যেশে রওনা হবেন।
এদিকে রাষ্ট্রপতির কুষ্টিয়া সফর উপলক্ষে জেলা জুড়ে সাজ সাজ রব লক্ষ্য করা যাচ্ছে। তৈরী করা হচ্ছে তোরণ, ব্যানার ফেস্টুন। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।