খােলা বাজার২৪। রবিবার,৭ জানুয়ারি, ২০১৮: কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে অন্তত ৩৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে ৫জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে দুর্ঘটনার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিলাইদহ কুঠিবাড়িতে মহামান্য রাষ্ট্রপতির ডিউটি থেকে প্রায় ৪০জন পুলিশ সদস্য বাসে করে ফিরছিলেন পুলিশ লাইনের উদ্দেশ্যে। কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে পৌছলে বিপরিত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে পুলিশবাহী বাস সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে ৫পুলিশ সদস্যের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) তাপস কুমার সরকার।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার) জয়নুল আবেদিন জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। আহতদের অধিকাংশই বরিশাল রেঞ্জের বলে জানিয়েছে জেলা পুলিশ।