Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। দীর্ঘ ২৪ বছর যাবত সড়ক দুর্ঘটনা রোধে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) গণসচেতনতা বাড়ানোসহ নানাবিধ প্রশংসনীয় কার্যক্রম চালিয়ে আসছে।

নিসচা-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত আলোচনা ও সড়ক দুর্ঘটনায় পঙ্গুদের মাঝে ‘কৃত্রিম পা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, নিরাপদ সড়ক চাই’ (নিসচা)- এর কার্যক্রম প্রশংসনীয়। দীর্ঘ ২৪ বছর যাবত সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক চাই নিসচা গণসচেতনতা বাড়ানোসহ নানাবিধ প্রশংসনীয় কার্যক্রম করে আসছে।

সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব উল্লেখ করে তিনি এ জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

নিসচা’র ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান উল কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন সিআরপি’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ভেলোরী এ. টেইলর।