খােলা বাজার২৪।শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের পর পর দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।
পধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান, ‘প্রধানমন্ত্রী পরপর দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁর ভাষণ দেবেন।’
তাঁর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশন একযোগে সরাসরি সম্প্রচার করবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ দশম জাতীয় সংসদ নির্বাচনে বিপুলভাবে বিজয় অর্জনের পর ২০১৪ সালের ১২ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে।