খােলা বাজার২৪। শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮:পুঁজিবাজার ফটকাবাজার না। পুঁজিবাজারকে যারা ফটকাবাজার মনে করেন তারা পুঁজিবাজারের শত্রু, মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শনিবার(২০জানুয়ারি) সকালে, সিলেটে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স এবং বিনিয়োগ শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠানে আবুল মাল আব্দুল মুহিত দাবি করেন, সরকার গত ৭ বছরে পুঁজিবাজারের ভিত্তি মজবুত করতে সক্ষম হয়েছে।
এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, এখন পুঁজিবাজার বিকাশের সময়। আইপিও বৃদ্ধির মাধ্যমে পুঁজিবাজার ব্যাপক প্রসার লাভ করবে। ফলে, শিল্প ও বিনিয়োগ খাতে সাধারণ মানুষের অংশগ্রহণ ও আর্থিক সক্ষমতা বাড়বে।
এদিকে, অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, শেয়ার কেলেঙ্কারির ঘটনায় জড়িতের বিরুদ্ধে অনেকগুলো মামলার কার্যক্রম চলমান রয়েছে। সময়মতো বিচার সম্পন্ন হবে বলেও জানান তিনি।