খােলা বাজার২৪। সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮: রাজধানীর বনানীতে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। অপরদিকে ধর্ষণের শিকার ওই যুবতী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
বনানী এলাকায় শনিবার রাতে ধর্ষণের ঘটনা ঘটলেও রোববার সন্ধ্যার পর দুই জনকে বনানীর ১৩ নম্বর থেকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ওই যুবতী বর্তমানে থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিস্তারিত মামলা রজু হওয়ার পর ছাড়া জানানো সম্ভব নয় বলেও তিনি জানান।
এছাড়া ধর্ষিতা ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।