খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি বাজারে সড়ক দুর্ঘটনায় ইসরাাফিল হোসেন নামের এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত পেঁয়াজ ব্যবসায়ী মেহেরপুর সদর উপজেলার ষোলমারী গ্রামের দাউদ হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার ভোর ৬ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ষোলমারি গ্রামের পেঁয়াজ ব্যবসায়ী ইসরাফিল পেঁয়াজ বোঝায় আলগামন নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন।
এসময় সাহারবাটি বাজার সংলগ্ন এলাকায় আলগামন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেল্লে পেঁয়াজ বোঝায় আলগামন উল্টিয়ে ঘটনা স্থলেই নিহত হয় ইসরাফিল।
স্থানীয়দের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং ইসলাফিলের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।