খােলা বাজার২৪। রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের বিরুদ্ধে আনিত নারী নির্যাতনের অভিযোগগুলোকে তাচ্ছিল্য করেছেন। তিনি অভিযোগগুলোকে অতি সমান্য বলে হেয় করেছেন।
হোয়াইট হাউজের দুজন প্রভাবশালী উপদেষ্টার পদত্যাগের পর ট্রাম্প এক টুইট বার্তায় তাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর সমালোচনা করেছেন। টুইটে তিনি লেখেন, মিথ্যা অভিযোগের দরুন যে ক্ষতি হয়ে যাচ্ছে তা আর পূরণ হওয়ার মত নয়। নিছক কিছু অভিযোগের দ্বারা মানুষের জীবন ধ্বংষ হয়ে যাচ্ছে ও হুমকির মুখে পড়ছে। অভিযোগগুলোকে কিছু সত্য, কিছু মিথ্য, কিছু পুরাতন, কিছু নতুন বলে উপেখ্যা করেন। এভাবে মানুষের ক্যারিয়ার ধ্বংশ হয়ে যাচ্ছে উল্লেখ করে একটা সুষ্ঠ সমঝোতায় আসার কথা বলেন।
উল্লেখ্য, গত এক সপ্তাহে হোয়াই হাউজের দুজন প্রভাবশালী উপদেষ্টা রর পোর্টার ও জনাব সোরেনসেন এর বিরুদ্ধে স্ত্রীদের অভিযোগের দরুন তারা তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এক সাথে দুজন একান্ত কাছের উপদেষ্টাদের পদত্যাগ ডোনাল্ড ট্রাম্পকে চরমভাবে ব্যথিত করেছে। বিবিসি