খােলা বাজার২৪। রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮: বিশ্ব স্বর্ণ পরিষদের হিসেব বলছে গত বছর ইরানে স্বর্ণের চাহিদা দাঁড়ায় ৪৫.৪ টনে। যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১২ ভাগ। ২০১৩ সাল থেকে স্বর্ণের চাহিদা বাড়তে থাকে দেশটিতে। ইরানের পাশাপাশি কুয়েতও বিপুল পরিমাণ স্বর্ণের চাহিদা যোগান দিয়ে থাকে বলে পরিষদ বলছে।
তবে সৌদি আরবে গত বছর স্বর্ণের চাহিদা ছিল সর্বোচ্চ ৪৫.৭ টন যা ইরানের চাহিদার প্রায় কাছাকাছি। সৌদি স্বর্ণের চাহিদা অবশ্য আগের বছরের তুলনায় ৮ ভাগ হ্রাস পেয়েছে।
আবার আমিরাতে স্বর্ণের চাহিদা হ্রাস পেয়ে গত ২০ বছরে তা সর্বনি¤েœ রয়েছে। স্বর্ণের চাহিদা বেড়েছে মিসরেও। সার্বিকভাবে বিশ্বে গত বছর স্বর্ণের চাহিদা ছিল ৬৪৮.৯ টন। এ চাহিদা বৃদ্ধি ঘটে ৩ ভাগ হারে। ভারত, যুক্তরাষ্ট্র ও চীনেও স্বর্ণের চাহিদা বাড়ছে। এ তিনটি দেশের বাজারে স্বর্ণের চাহিদা ৭৮ থেকে ৮২ টনে দাঁড়িয়েছে। তবে ইউরোপে স্বর্ণের চাহিদা কমেছে ৩ ভাগ। ব্রেক্সিট ধাক্কায় বা ব্রিটেনের বাজার দুর্বলতায় ইউরোপে স্বর্ণের চাহিদা ৭৬.১ টন থেকে কমে দাঁড়ায় ৭৪ টনে।