Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮: আগামী ২১ এপ্রিল বার্সেলোনা ও সেভিয়ার কোপা দেল রে ফাইনাল আয়োজন করবে অ্যাতলেতিকো মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়াম। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে এ খবর।

টানা চতুর্থ কোপা দেল রে চ্যাম্পিয়ন হওয়ার পথে ফাইনাল ভেন্যু হিসেবে আন্দালুসিয়ান রাজধানীতে খেলতে আপত্তি জানায় বার্সেলোনা। অ্যাতলেতিকোর নতুন মাঠই কেবল বিকল্প হিসেবে ছিল।

অবশ্য শুরু থেকে মাদ্রিদের ক্লাবটি এই ফাইনাল আয়োজন করতে চেয়েছিল। ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ‘পোশাকি মহড়া’ করতেই তারা এ প্রস্তাব দেয়। রিয়ালের কাছ থেকে কোনও সাড়া না পাওয়ায় তাদের নগরপ্রতিদ্বন্দ্বীর মাঠে খেলার প্রস্তাবে মেনে নিলো বার্সা-সেভিয়ার প্রতিনিধিরা।

অ্যাতলেতিকোর নতুন মাঠের দর্শক ধারণ ক্ষমতা ৬৭ হাজার। প্রত্যেক দল পাবে ২২ হাজার টিকিট। বিশ্বকাপের জন্য এগিয়ে আনা হয়েছে ফাইনালের সূচি। ওইদিনের শিরোপার লড়াইয়ের কারণে হবে না অ্যাতলেতিকো-রিয়াল বেতিস, সেভিয়া-রিয়াল ও বার্সা-ভিয়ারিয়ালের খেলা। স্থগিত ম্যাচগুলো হবে ৯ মে।