Fri. May 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলা বাজার২৪। শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮:বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তির আন্দোলনে পেশাজীবী সংগঠন শরিক থাকবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে বিশেষ অবস্থার মধ্যে পেশাজীবীদের পরামর্শ  চেয়েছেন তিনি। 

গতকাল বৃহস্পতিবার  গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৈঠক শুরু হয় বিকেল সাড়ে ৪টার দিকে। লন্ডন থেকে বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বৈঠকে পেশাজীবী নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 

পেশাজীবী নেতাদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা সবাই বিভিন্ন পেশায় নিজের নাম উজ্জ্বল করেছেন। দেশকে এগিয়ে নিতে নানাভাবে অবদান রেখেছেন। আপনারা আমাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। তিনি বলেন, আমরা একটি বিশেষ অবস্থার মাঝে এখানে একত্রিত হয়েছি। কারণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গোটা দেশের মানুষ সরকারের এমন আচরণে ধিক্কার জানিয়েছে।

পেশাজীবীদের মধ্যে সভা পরিচালনা করেন ডক্টরস এসোসিয়েশন, ড্যাবের মহাসচিব ডা.এ জেড এম জাহিদ হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া, আব্দুল কুদ্দুস, ড. অধ্যাপক আব্দুল কায়েস ভূইয়া, আব্দুল মান্নান মিয়া, সিরাজউদ্দীন আহমেদ, প্রকৌশলী মাহমুদুর রহমান, এ কে এম আজিজুল হক, আ ন হ আক্তার হোসেন, আব্দুল আলিম, কৃষিবিদ ইব্রাহিম মিয়া, আনোয়ারুন নবী মজুমদার বাবলা, শামিমুর রহমান শামিম, হাসান জাফির তুহিন, সাংবাদিক কাদের গণি চৌধুরী, ফিরোজা খাতুন, শাহিদা রফিক, আক্তার হোসেন, শাকিল ওয়াহিদ, আলমগীর কবির, কণ্ঠশিল্পী মনির খান, মোস্তফা রহিম স্বপন ও ইলিয়াস খান প্রমুখ।

 বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

  বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে পেশাজীবীরা বিএনপি নেতাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন।   বৈঠকের এক পর্যায়ে লন্ডন থেকে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। 

এদিকে পেশাজীবীদের সঙ্গে বৈঠকের পর বিএনপির সিনিয়র নেতারা আজ শুক্রবার বসতে যাচ্ছেন আইনজীবী নেতাদের সঙ্গে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামছুদ্দিন দিদার জানিয়েছেন আজ বিকালে আইনজীবী নেতাদের সঙ্গে  বৈঠক করবেন।