Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খােলা বাজার২৪। শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৮: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের ৫৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকালে চারুকলা অনুষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিভাগের অনারারি অধ্যাপক হামিদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রদর্শনী, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
উল্লেখ্য, চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ ১৯৬৩ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উৎসাহে অধ্যাপক আবদুর রাজ্জাকের নেতৃত্বে যাত্রা শুরু করে। আধুনিক ভাস্কর্যশিল্প শিক্ষা ও চর্চার ক্ষেত্রে বিভাগটি অবদান রেখে চলেছে। এ বিভাগের শতাধিক শিক্ষার্থী ইতোমধ্যেই দেশ-বিদেশে ভাস্কর হিসেবে খ্যাতি অর্জন করেছেন।