খােলা বাজার২৪। শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮: ফেনীর ছনুয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে হতাহতদের নাম জানাতে পারেনি পুলিশ। নিহত ২ জনের লাশ ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহত ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
জানা গেছে, কভার্ডভ্যানের ধাক্কায় পিকআপটি উল্টে যায়। এতে কভার্ডভ্যানে চালক ও সহকারীসহ ৩ জন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক ২ জনকে মৃত ঘোষণা করে।