খােলা বাজার২৪। রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮: চীনের কম্যুনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি দুই মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দিয়েছে। রোববার এ প্রস্তাবে দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্ট হওয়ার সুযোগও প্রত্যাহারের কথা বলা হয়েছে। সিনহুয়া
চীনের সংবিধানে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট নয়, এমন ধারাটি সংশোধনের প্রস্তাব দেওয়া হয়। চীনের কম্যুনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি একই সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিংএর চিন্তাধারাকে সমাজতন্ত্রের সঙ্গে সম্পৃক্ত করার প্রস্তাবও দিয়েছে। কমিটি মনে করছে এটি দেশটিতে নতুন যুগের যে ধারা সৃষ্টি করেছে তা সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।