Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮: সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

গতকাল রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কালাইরাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আলম।

সামসুল আলম জানান, রাত সাড়ে ৯টার দিকে কালাইরাগ এলাকায় মাটির গভীরে ৭০-৮০ ফুট গর্ত করে পাথর তুলছিলেন শ্রমিকরা। হঠাৎ গর্ত ধসে পড়লে কয়েকজন শ্রমিক তার নিচে চাপা পড়েন। স্থানীয়রা ২ জনের মরদেহ উদ্ধার করেছে। আহত অবস্থায় ৩ জনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাদের বাড়ি সুনামগঞ্জ সদরের মুরাদপুরে বলে জানা গেছে।