খােলা বাজার২৪। সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮: সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে মাটি চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪জন।
রোববার রাত ১০টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনা এলাকার সীমান্তে জেনারেটর চালিয়ে পাথর উত্তোলনকালে এ দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে স্থানীয়রা ধারণা। দুর্ঘটনাকবলিত গর্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদের।
পাথর কোয়ারিতে মাটি চাপায় নিহত রুহুল আমিন (২২) সুনামগঞ্জের মুরাদপুর এলাকার আসকর আলীর পুত্র ও মতিবুর (৩২) একই এলাকার হযরত আলীর পুত্র। আহত হয়েছেন রফিকুল আলম (১৬), রুহেল মিয়া (১৮) ও ফিরোজ আলী(৪৫)। এদের মধ্যে ফিরোজ আলীর অবস্থা আশঙ্কাজনক।
কোম্পানীগঞ্জ থানা ওসি (তদন্ত) দিলিপ নাথ দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ২ জনের মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।