খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়েছে।
সোমবার দিবাগত রাতে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে ছাত্রলীগের এক কর্মী উচ্চশব্দ ও দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ায় আরেক কর্মী তাকে থামিয়ে মারধর করে।
এ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে বিবাদমান ২ গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দলের নেতা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আহতদের মধ্যে পরিসংখ্যান বিভাগের আদনান ও ইতিহাস বিভাগের রাসেল আহমেদকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহিব্বুল হক জানান, সন্ধ্যায় মোটর সাইকেল চালানোকে কেন্দ্র করে ছাত্রলীগের মধ্যে একটি ঝামেলা তৈরি হয়। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।