Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে তিন সদস্যের ও পুলিশ প্রশাসনের উদ্যোগে দুই সদস্যের কমিটি গঠন করা হয়।

জেলা প্রশাসনের কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মোহাম্মদ আব্দুল্লাহকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এডিসি আশরাফুল আলমকে রাখা হয়েছে। এই তদন্ত কমিটিকেও সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান এডিসি রেভিনিউ মোহাম্মদ আব্দুল্লাহ। এদিকে সিলেটের পুলিশ সুপার (এসপি) মনিরুজ্জামান বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাতকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও কমিটিতে কোম্পানীগঞ্জ সার্কেল এএসপি মতিয়ার রহমানকে রাখা হয়েছে । তারা সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে ভোলাগঞ্জের হাজিরডেগনা এলাকার সীমান্ত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর সোমবার বিকেল পর্যন্ত ৫টি লাশ উদ্ধার করা হয়েছে।