Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮: এই মৌসুমের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কত্ব করবেন রবিচন্দ্রন অশ্বিন। গত জানুয়ারিতে ৭.৬ কোটি রুপিতে কেনার পর থেকেই ভারতীয় স্পিনার এই দায়িত্বের জন্য এগিয়ে ছিলেন।

আইপিএলে আগে কখনও নেতৃত্ব না দিলেও বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় তামিলনাড়ুর অধিনায়ক ছিলেন অশ্বিন।

২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত অশ্বিন চেন্নাই সুপার কিংসে খেলেছেন। ২০১৬ সালে রাইসিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছেন। ফ্র্যাঞ্চাইজিটি নিষিদ্ধ হওয়ায় গত মৌসুমের পুরোটাই বসে ছিলেন তিনি।

এই মৌসুমে প্রথমবার কোনও আইপিএল দলে মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া খেলবেন অশ্বিন। সুযোগটি কাজে লাগিয়ে অধিনায়কের দায়িত্ব সঠিকভাবে পালন করার চ্যালেঞ্জ তার সামনে। ক্রিকইনফো