খােলা বাজার২৪। রবিবার, ৪ মার্চ, ২০১৮: বাংলাদেশ জার্নালিস্ট ফাউন্ডেশন ফর কনজ্যুমার্স এন্ড ইনভেস্টরসের (বিজেএফসিআই) জাতীয় সাংগঠনিক নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ডেইলি অবজারভারের ইকোনোমিক এডিটর ফারুক আহমেদ চেয়ারম্যান ও বাসসের বিশেষ সংবাদদদতা মোঃ ইনামুল হক বাবুল মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংগঠনের এক সভায় ৩৩ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি গঠিত হয়। কমিটির সহ-সভাপতি হলেন বাংলাদেশ প্রতিদিনের আবু তাহের, ডেইলি সান এর শিহাবুর রহমান, নিউজ টুডের আক্তার হোসেন মাসুদ, ইত্তেফাকের আবুল খায়ের, ফাইন্সাসিয়াল এক্সপ্রেসের শামিম আরা এবং খোলা বাজার সম্পাদক সাঈদুল হোসেন সাহেদ।