খােলা বাজার২৪। সোমবার, ০৫ মার্চ, ২০১৮ : চট্টগ্রাম প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামে একটি ব্যাংক থেকে ৩৯ কোটি ৬৮ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুজন হলেন- নগরীর সদরঘাট এলাকার আইমান এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো. শাহআলম এবং তার ছেলে ব্যবস্থাপনা পরিচালক এস এম পারভেজ আলম।
সোমবার রাতে কোতোয়ালী থানায় এবিষয়ে মামলা হওয়ার পর পর ইনগরীর জাকির হোসেন সড়কথেকে তাদের ধরাহয় বলে জানিয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, শাহ আলম তার তিন ভাইয়ের স্বাক্ষর জাল করে পৈত্রিক ১১২ দশমিক ৯৭ শতাংশ জমি বন্ধকরে খেবে সরকারি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখা থেকে ৩৯ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকা ঋণনেন। জমি বন্ধকদিয়ে ঋণনেয়ার বিষয়টি তার ভাইরাকেউই জানতেন না।২০০৪ সাল থেকে বিভিন্ন সময়ে এই ঋণনেও য়ারপর তারা তাশোধ করেননি।
এঘটনার বিষয়ে অভিযোগ পেয়ে তা অনুসন্ধানের অনুমতি চাইলে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে এতে অনুমোদন দেওয়াহয়।এর পর অনুসন্ধানে অভিযোগের সত্যতা পায় দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা।পরে প্রধান কার্যালয় থেকে মামলার অনুমতি মেলে।
সোমবার রাত সাড়ে ১০ টারদিকে নগরীর কোতোয়ালী থানায় দুদকের সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান বাদি হয়ে মামলাটি করেন। দুদক কর্মকর্তা লুৎফুল বলেন, ঋণের টাকা আত্মসাৎ এবং জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণের অভিযোগে করা মামলায় শাহ আলম ও পারভেজ আলমকে আসামি করা হয়।পরে রাত সাড়ে ১১ টার দিকে নগরীর জাকির হোসেন সড়ক থেকে মামলাটির দুই আসামিকে আটক করা হয়। আজ দুপুরে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোহ য়েছে।”