খােলা বাজার২৪। বুধবার, ০৭ মার্চ, ২০১৮: গাজীপুরের শ্রীপুর উপজেলার পটকা ভূইয়া ভিটা এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার ভোর সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।নিহতের নাম আব্দুর রব।তিনি শরীয়তপুরের গোশাইহাট উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শ্রীপুর উপজেলার পটকা ভূইয়া ভিটা এলাকায় উপ-পরিদর্শক (এসআই) শহীদুল হক মোল্লার নেতৃত্বে টহল পুলিশ দায়িত্ব পালন করছিল।এসময় একদল ডাকাত টহল পুলিশকে লক্ষ্য করে গুলি করলে তিন পুলিশ সদস্য আহত হয়।পুলিশ পাল্টা গুলি করলে ঘটনাস্থলেই রব মারা যান।পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুইটি চাইনিজ কুড়াল, একটি দা উদ্ধার করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আব্দুর রবের বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।এ ঘটনায়ও মামলার প্রস্তুতি চলছে।