খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ০৮ মার্চ, ২০১৮: বোরকা বাধ্যতামূলক আইনের প্রতিবাদে প্রকাশ্যে বোরকা খোলার কারণে ইরানের এক নারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ইরানের আইন মন্ত্রণালয়ের ওয়েব সাইট ‘মিযান’ মঙ্গলবার এ কথা জানিয়েছে।
তেহরানের অ্যাটর্নি জেনারেল আব্বাস জাফরী দৌলত আবাদী এ দণ্ড ঘোষণা করেন। কিন্তু তিনি দ-প্রাপ্ত নারীর পরিচয় প্রকাশ করেননি। তিনি জানিয়েছে, ঐ নারী আপিলের সুযোগ পাবেন। তবে রাষ্ট্রপক্ষ ২ বছর দণ্ডেরই আবেদন করবে।
সাধারণত ইরানে প্রকাশ্যে চুল খোলা রাখলে এরচেয়ে কম সাজা হয়। দুই মাস অথবা তারচেয়ে কম এবং ২৫ ডলার জরিমানা।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে হিজাব আইন প্রত্যাহারের জন্য বিক্ষোভরত অবস্থায় অনেক নারী প্রকাশ্যে বোরকা খুলে ফেলেন। একারণে পুলিশ ৩০ জন নারীকে গ্রেফতার করে।
এছাড়া তেহরানের বিভিন্ন রাস্তায় নারী গাড়িচালকরা কাধে হিজাব ফেলে গাড়ি চালালে এটর্নি জেনারেল এ ধরণের কার্যকলাপ প্রত্যাখান করে বলেন, তাদের গাড়ি আটকে দিতে নির্দেশনা জারি করা হয়েছে।