খােলা বাজার২৪। শুক্রবার, ০৯ মার্চ, ২০১৮: ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেননি নিউজিল্যান্ডের কলিন মুনরোর। তবে এবার আর স্বপ্নকে হাতছাড়া করতে রাজি নন কিউই এ ব্যাটসম্যান। ২০১৯ বিশ্বকাপে খেলার স্বপ্নে বিভোর ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
শুধুু স্বপ্নই নয়, সেটা কোনোভাবেই যেন মিস না হয় সে জন্য বড় ফরম্যাটের ক্রিকেট না খেলার জন্যও মনস্থির করেছেন মুনরো। ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে নিজেকে আরো মেলে ধরতে পারার লক্ষ্যে কার এই সিদ্ধান্ত।
নিজের স্বপ্ন নিয়ে কলিন মুনরো বলেন, ‘সংক্ষিপ্ত ফরম্যাটে নিউজিল্যান্ড ও অকল্যান্ড এসেস এর হয়ে খেলতে আমি শতভাগ প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি তাদের হয়ে আমি কিছু বড় লক্ষ্য অর্জন করতে চাই। বিশেষ করে পরবর্তী বিশ্বকাপ। বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে আমি আমার সেরাটা দিতে চাই। এখন আমার লক্ষ্য সেটাই। আমি মনে করি এই সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে আমার ক্যারিয়ারকে উপকৃত করবে।’
নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ ২০১৩ সালে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ০ ও ১৫ রান করেন। এরপর তিনি আর নিউজিল্যান্ডের টেস্ট দলে জায়গা পাননি।
অভিষেকের পর আরো টেস্ট খেলতে চেয়েছিলেন মুনরো। কিন্তু সেই সুযোগ তিনি পাননি। ক্ষোভ না থাকলেও মুনরো বলেন, ‘আমি যদি বলি যে নিউজিল্যান্ডের হয়ে আমি টেস্ট খেলতে চাইনি তাহলে মিথ্যে বলা হবে। আমি নিউজিল্যান্ডের হয়ে সে সময় আরো টেস্ট খেলতে চেয়েছিলাম। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সে সময় যেসব খেলোয়াড় এসেছে তারা টেস্টে দারুণ করেছে। সে কারণেই হয়তো আমি আর সুযোগ পাইনি।’
মুনরোর এই সিদ্ধান্তের কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও রাখা হয়নি তাকে।
২০১৩ সালের পর থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম নিখুঁত এই ব্যাটসম্যান ৩৯টি ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। কিন্তু টেস্টের জন্য আর নির্বাচিত হননি। অথচ ৪৮টি প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৫১.৫৮ গড়ে রান করেছেন ৩ হাজার ৬১১টি। ১৩টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৫টি হাফ সেঞ্চুরি। ক্রিকইনফো