খােলা বাজার২৪। রবিবার, ১১ মার্চ, ২০১৮ : পিরোজপুর(প্রতিনিধি) আজ ১১ই মার্চ রবিবার সকাল ১২ টায় মঠবাড়িয়া উপজেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন বলেন, আওয়ামী অপশক্তির বিষদাঁত ভেঙ্গে দিতে ঐক্যবদ্ধতার বিকল্প নাই। তিনি অবরুদ্ধ গনতন্ত্র ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এসময় জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, যুবদলের কো-আহবায়ক এ্যাডঃ মনিরুল ইসলাম, মিজানুর রহমান শাহিন, জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চান, তথ্য ও গবেষনা সম্পাদক নুরুজ্জামান খান, মৎসজীবী বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নজিবুল, যুবদল নেতা মাসুদ, জেলা ছাত্রদল নেতা তানজিদ হাসান, মাহাদী হাসান মেহেদী, আলী আহম্মেদ তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মঠবাড়িয়া উপজেলা যুবদলের আহবায়ক, পিরোজপুর জেলা বিএনপির সদস্য জনাব আবু বক্কর ছিদ্দিক বাদল এর বাবা সাবেক প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ মাষ্টারের মঠবাড়িয়ার ঈদগাহ মাঠে জানাযায় শরিক হয়ে মরহুমের রুহুর মাগফেরাত কামনা করেন।