Thu. Aug 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদ আখতার কে নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ কে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত পৃথক দু'টি অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে অধ্যাপক রাশেদা আখতারকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেয়ার কারণ হিসেবে বলা হয়, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন গত বছরের ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগদানের পরও ২০১৭-১৮ সালের ১ম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কারণে ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদ আখতারকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ করা হলো। 

অন্যদিকে আরেক অফিস আদেশে অধ্যাপক বশির আহমেদকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেয়ার কারণ হিসেবে বলা হয়, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শেখ মনজুরুল হক গত বছরের ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে যোগদানের পরও ২০১৭-১৮ সালের ১ম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কারণে ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ করা হলো।