Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮:  আবারও এক সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন নায়ক ইমন ও পপি। সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা। এটি তাদের জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তাদেরকে ২০১১ সালে জি সরকারের ‘গার্মেন্টস কন্যা’য় একসাথে দেখা গিয়েছিল।

সাহসী যোদ্ধা’ সিনেমাটিতে ইমন ও পপি যথাক্রমে একজন আয়কর কর্মকর্তা এবং পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন।

ছবিটি সম্পর্কে ইমন জানান, এমন একটি চরিত্রে কাজ করে আমার ভালো লাগছে। মৌলিক গল্প নিয়ে নির্মাণ হচ্ছে ছবিটি। আমাদের সমাজের প্রেক্ষাপট উঠে আসবে গল্পে। আশা করি, আমাদের এই ছবি দেখে বাংলাদেশের সৎ সরকারি অফিসাররা উৎসাহ পাবেন। সময় উপযোগী মেকিং হচ্ছে, সব মিলিয়ে ভালো একটা ছবি হচ্ছে সাহসী যোদ্ধা।

সাহসী যোদ্ধা’ ছবিতে ইমন ও শিরিন শিলা ছাড়া আরো অভিনয় করছেন আমিন খান, পপি, অভি, রিপা, ফরহাদ, সুব্রত, রেবেকা, ববি, সাহেলা, বাবলু, হেলাল খান প্রমুখ।