Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৮ মার্চ ২০১৮ :  গতকাল দৈনিক আজকের বার্তা ও দৈনিক দখিনের খবর পত্রিকায় এবং বরিশাল ক্রাইম নিউজ, স্বাধীন বাংলা ২৪.কম “বানারীপাড়ায় কথিত সর্বহারা নেতার হামলায় প্রেস ক্লাব সম্পাদক কাওসার আহত” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃস্টি গোচর হয়েছে।

জাহিদুল হক জিয়া মাঝি প্রেস ক্লাবের নির্বাহী সদস্য । তার সাথে সর্বহারাদের সংশ্লিস্টতা নেই। কাওসার হোসেন বানারীপাড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নন। উক্ত সংবাদটিতে প্রেস ক্লাবের বিভিন্ন পদের যে নাম দেখানো হয়েছে তা সঠিক নয়। বানারীপাড়া প্রেস ক্লাব উক্ত প্রকাশিত সংবাদের ভিন্ন মত প্রকাশ করছে। 
 

এ ছাড়া বানারীপাড়া প্রেস ক্লাব সংক্রান্ত রাহাদ সুমন সংশ্লিষ্ট কোন সংবাদ পত্রিকা সমূহে প্রকাশ না করার ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি।