Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার , ২০ মার্চ ২০১৮ : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ আপিল বিভাগের স্থগিতের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার দেশের সবগুলো জেলা, মহানগর এবং ঢাকা মহানগরীর প্রতিটি থানায় বিক্ষোভ করবে বিএনপি। এছাড়াও ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণাও দেওয়া হয়। গতকাল সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, গতকাল সোমবার ছিল বিএনপির পূর্বঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা। অনুমতি না মেলায় জনসভা করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমি নিজে বারবার ফোন করেছি, তারা (ডিএমপি) ফোন ধরেনি। আমাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখাও করেনি। সরকার আমাদেরকে ভিন্ন পথে নিয়ে যেতে চাইছে। কিন্তু আমরা সেদিকে যেতে চাই না। আমরা ২৯ মার্চ সোহরাওয়ার্দীতে জনসভা করব। সরকারকে বলব আমাদের জনসভা করার অনুমতি দিন। সূত্র : ইত্তেফাক