Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪ঃ বুধবার ১৬মে, ২০১৮ঃ  (পিরোজপুর প্রতিনিধি) গত ৮ইং মে রাতে নিজ প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলায় মারাত্মকভাবে আহাত নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজেদুল কবীর রাসেল এর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে আজ সকালে নাজিরপুর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তাওহীদুল ইসলাম এর নেতৃত্ব বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড.অনুপ কমার সিকদার বাপ্পি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান লায়েক, যুগ্ম-আহবায়ক রাসেল সিকদার, শামীম হাসান, শহীদ জিয়া কলেজ ছাত্রদল আহবায়ক তাহৌদুল ইসলাম ফরাজী, ছাত্রদল নেতা তারেক আবদুল্লাহ বাপ্পি, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ শাখার সভাপতি আপেল মাহমুদ, সাধারন সম্পাদক রাজীব আহসান, নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের অন্যতম যুগ্ম আহবায়ক ফয়সাল আহম্মেদ, যুবনেতা সুমন খান সহ বিভিন্ন ইউনিটি এর নেতৃত্ব।

এসময় বিক্ষোভকারীরা অনতিবিলম্ব হামলাকারী চিন্হিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে শ্লোগান দিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।