Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪ঃ শনিবার  ১৯মে, ২০১৮ঃ জেলায় ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদ হলরুমে নন্দন ফাউন্ডেশনের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও নন্দন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো: মাঈন উদ্দিন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সহ: অধ্যাপক সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, মাহবুব এলাহী সানি, জেলা পরিষদের সদস্য মাহবুবুর হক মাহবুব, নন্দন ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ আবদুর সহিদ, মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, শাহাজাহান কামাল, হিজবুল বাহার রানা প্রমুখ।
সংবর্ধনা সভায় জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭০ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও ফুল হাতে তুলে দেন অতিথি বৃন্দ