Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪ঃ রবিবার ২০মে, ২০১৮ঃ নরসিংদী প্রতিনিধি মোঃরাসেল মিয়াঃ-নরসিংদীর শিবপুরের কামারটেকে অবস্থিত রোটারিয়ান বশিরুল ইসলাম বশির এর নিজ বাড়িতে তালহা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে গরীব দুঃখীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তালেব হোসেন  মেমোরিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম বশির।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালহা ফাউন্ডেশনের চেয়ারম্যান  মুর্শেদুল হক রুকন,আমজাদ হোসেন প্রধান, বিলকিছ আক্তার, সানিয়া ইসলাম জিদনী,মোঃ ওয়াহেদ উল্লাহ,মোঃ ইমাম উদ্দিন মোল্লা, আব্দুল আজিজ মোল্লা, আবু তালেব কালাম, মোঃ শাহজাহান, মাসুদ আহমেদ প্রধান প্রমুখ। ইফতার সামগ্রীর মধ্যে ছিল বুট,চিনি,চাউল,ট্যাং,শাড়ী, লুঙ্গী,নগদ টাকা ইত্যাদি। প্রায় ৭ শত গরীব দুঃখী লোকদের মধ্যে অত্যন্ত সূশৃঙ্খলভাবে স্থানীয় পুলিশ প্রশাসন ও তালেব হোসেন মেমোরিয়াল একাডেমীর শিক্ষকদের সার্বিক সহযোগীতায় এই ইফতার সামগ্রী বিতরন করা হয়।

উল্লেখ যে ২০০৩ সাল থেকে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, রোটারিয়ান বশিরুল ইসলাম বশির পবিত্র রমজান মাস উপলক্ষে এলাকার গরীব দুঃখীদের মধ্যে ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ করে আসছেন। ইফতার সামগ্রী বিতরণের পূর্বে আয়োজিত এক আলোচনা সভায় তিনি ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ যেন সব সময় চালিয়ে যেতে পারেন সে জন্য সকলের দোয়া কামনা করেন।