Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

পৃথিবীর কোথাও ১১টার মধ্যে ব্যালট পেপার শেষ হয়ে যায় না: কাদের সিদ্দিকী

খােলা বাজার২৪।বৃহস্পতিবার ২৮ জুন ২০১৮ :  বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, পৃথিবীর কোথাও ১১টার মধ্যে ব্যালট পেপার শেষ হয়ে যায় না। কিন্তু গাজীপুরের নির্বাচনে বেলা ১১টায় ব্যালট পেপার ফুরিয়ে গেছে।

কাদের সিদ্দিকী বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যদি আবার ভোট গণনা করা হয়, তাহলে প্রায় দুই লাখ ভোট বেশি পেয়ে বিএনপির প্রার্থীর বিজয় হবে। এভাবে একটি দেশে চলতে পারে না। নির্বাচনে ভোট গণনার আগ পর্যন্ত রিটার্নিং ও প্রিজাইডিং অফিসাররা কোন কেন্দ্রে কতো ভোট পড়েছে কখনও সেই হিসাব দিতে পারেনি। এটা হিসাব দেয়ার বিধি-বিধান রয়েছে।

বুধবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন সংক্রান্ত এক জরুরি সভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের নৈরাজ্য বন্ধ, গণতন্ত্র পুনরুদ্ধার ও বৃহত্তর জাতীয় ঐক্যের স্বার্থে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বিএনপি একত্রে কাজ করবে। ভোট ডাকাতদের ধরতে বিএনপির নেতাকর্মীদের এক হয়ে সংগ্রাম করার আহ্বান জানিয়েছিলাম। তারা আমার সেই আহ্বানে সারা দিয়েছে, আমি তাদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।