খোলাবাজার২৪.বুধবার ,১১ জুলাই, ২০১৮ঃ বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়ায় বাইশারী ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ’র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলামের কাছে লিখিত ভাবে অনাস্থা প্রস্তাব দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ জন ইউপি সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এ অনাস্থা প্রস্তাব দেন।
এ বিষয়ের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ’র বিরুদ্ধে ১১ জন ইউপি সদস্য স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব পাওয়া গেছে। পরবর্তীতে বিধি অনুযায়ী এ বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ বলেন, আমি জনগনের ভোটে তিন বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার ভাবমূর্তী ক্ষুন্ন করার জন্য তারা মিথ্যা অভিযোগ এনেছেন।
এ বিষয়ে বাইশারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ফরিদ হোসেন বলেন, ২৫ মে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ’র বিরুদ্ধে ইউপি সদস্যরা বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উত্থ্যাপন করেন। এ সময় উপস্থিত ইউপি সদস্যরা চেয়ারম্যান মাইনুল হাসানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন বলে প্যানেল চেয়ারম্যান ফরিদ হোসেন জানান।