Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


 

খোলাবাজার২৪ বৃহস্পতিবার ১২ জুলাই, ২০১৮ঃ  থাইল্যান্ডে বন্যা কবলিত গুহার ভেতর থেকে কিশোর ফুটবল দলকে বের করে আনা উদ্ধার কর্মীরা তাদের কার্যক্রম বৃহস্পতিবার গুটিয়ে নিতে শুরু করেছে। এদিকে ঝুঁকিপূর্ণ এই অভিযানকে স্মরণীয় করে রাখতে উদ্ধারস্থল একটি জাদুঘরে পরিণত হতে যাচ্ছে।
খবর এএফপি’র।
জীবন বাজি রেখে এই তরুণ ফুটবল দলকে বের করে আনা ডুবুরি, নিরাপত্তা বাহিনীর কর্মী ও চিকিৎসকদের বীরত্বগাঁথা কার্যক্রম নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণে ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে একটি প্রযোজনা সংস্থা।
স্ট্রেচারে নিরাপদে গুহার ভেতর থেকে বের করে আনা তরুণ ফুটবলারদের ভিডিও ফুটেজ বুধবার প্রকাশ করা হয়েছে। এসব তরুণ ফুটবলারের বয়স ১১ থেকে ১৬ বছর।
উদ্ধার প্রধান নারংসাক ওসোতানাকর্ন সাংবাদিকদের বলেন, উদ্ধার স্থলটি শেষ পর্যন্ত একটি যাদুঘরে পরিণত হবে। সেখানে নাটকীয় এ উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও কাপড়-চোপড় প্রদর্শিত হবে।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি থাইল্যান্ডে এটি আরও একটি দর্শনীয় স্থানে পরিণত হবে।’