Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ফারুক হোসেন, জসিমউদ্দিন ও মশিউর

খোলাবাজার২৪ শনিবার ১৪ জুলাই, ২০১৮ঃ

ফারুক হোসেন, জসিমউদ্দিন ও মশিউরদুই দিনের রিমান্ড শেষে কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে আজ শনিবার আদালতে আনা হয়। এদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। অপরজনের ব্যাপারে আগামীকাল রোববার সিদ্ধান্ত দেবেন আদালত।

কারাগারে পাঠানো দুই নেতা হলেন, জসিমউদ্দিন (২১) ও মশিউর রহমান (১৮)। জামিন আবেদনের অপেক্ষায় থাকা ব্যক্তির নাম ফারুক হোসেন। আজ বিকেলে তাঁদের তিনজনকেই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত করা হয়।

আসামিপক্ষের আইনজীবী রেজাউল ইসলাম তাঁদের জন্য জামিন আবেদন করেন। কিন্তু আদালত জসিম উদ্দিন ও মশিউর রহমানের জামিন আবেদন খারিজ করেন। অন্যদিকে ফারুক হোসেনের শুনানির দিন কাল ধার্য করেন।

গত ৩ জুলাই এই তিনজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তাঁরা তিনজনই কোটা সংস্কার আন্দোলনের ব্যানার সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক।