Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

দক্ষিণ কোরিয়ায় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৪ ছবি

খোলাবাজার২৪ মঙ্গলবার ১৭ জুলাই, ২০১৮ঃ  দক্ষিণ কোরিয়ার রাজধানীতে তৃতীয়বারের মতো ‘সিউল-বাংলা চলচ্চিত্র উৎসব’ আয়োজন করা হচ্ছে। তিনদিনের এই উৎসব শুরু হতে যাচ্ছে ২০ জুলাই। চলচ্চিত্র উৎসবটিতে বাংলাদেশের বাংলাদেশের চারটি ছবি দেখানো হবে ।

উৎসবে দেখানোর জন্য নির্বাচিত চারটি ছবির মধ্যে একটি হচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’। ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা প্রমুখ। 

হালদার পাশাপাশি রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’। এতে অভিনয় করেছেন ইরফান খান, তিশা, পর্নো মিত্র প্রমুখ। 

এছাড়া আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ চলচ্চিত্রটিরও প্রদর্শনী হবে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জয়া আহসান, আজাদ আবুল কালাম প্রমুখ। 

উল্লেখিত তিন চলচ্চিত্রের পাশাপাশি উৎসবটিতে দেখানো হবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’। এতে অভিনয় করেছেন পরী মনি, ইয়াশ রোহান প্রমুখ। চারটি চলচ্চিত্রে মধ্যে তিনটি চলচ্চিত্র অন্যান্য উৎসবে অংশগ্রহণ করলেও ‘স্বপ্নজাল’ প্রথমবারের মতো এ ধরনের কোনো আয়োজনে যাচ্ছে। 

এদিকে ‘স্বপ্নজাল’ অংশ নেওয়ার প্রসঙ্গে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘প্রথমবারের মাতো কোনো চলচ্চিত্র উৎসবে স্বপ্নজাল দেখানো হবে। এটি আমার জন্য বেশ আনন্দের একটি খবর। বিভিন্ন দেশে চলচ্চিত্রটি যখন মুক্তি পায় তখন দেশের বাইরের অনেকেই ছবিটি দেখেছেন। তবে চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র দেখানো অন্যরকম এক ভালো লাগার বিষয়।’ 

প্রথমবারের মাতো কোনো চলচ্চিত্র উৎসবে স্বপ্নজাল দেখানো হবে

হালদার পরিচালক তৌকির আহমেদ বলেন, হালদা নিয়ে এখন পর্যন্ত বেশ প্রশংসা পেয়েছি। এর আগেও চলচ্চিত্র উৎসবে ‘হালদা’ দেখানো হয়েছে। আশা করি ভালো সাড়া পাওয়া যাবে।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, নিজের চলচ্চিত্র কোথাও প্রদর্শন করা হলে ভালো লাগে। উৎসবে ‘ডুব’ যারা দেখবেন তাদের ভালো লাগবে আশা করি।

আকরাম খান বলেন, খাঁচা ছবিটি এবার কোরিয়ায় চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হবে। সবার ভালো লাগবে আশা করি।