Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪ বৃহস্পতিবার ১৯ জুলাই, ২০১৮,মোঃরাসেল মিয়া:নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে এইচএসসি পরীক্ষায় এবারও সাফল্য ধরে রেখেছে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। শতভাগ পাশের পাশাপাশি কলেজটিতে এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ২৭১ জন জিপিএ ৫ পেয়েছেন।

আজ বৃহস্পতিবার পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দ-উল্লাস করেন কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা শিক্ষা বোর্ড তথা সারা দেশে শতভাগ পাসসহ সেরা ২০-এ দ্বিতীয় স্থান অর্জন করে।

২০১৫-২০১৬ ও ২০১৭ সালে শতভাগ পাসসহ সেরা ফলাফল অর্জন করে। ২০০৯ সালে শতভাগ পাসের হার নিয়ে ঢাকা বোর্ডে পঞ্চম স্থানসহ সারা দেশে সব বোর্ডে ষষ্ঠ স্থান অধিকার করে। ২০১০ সালে ঢাকা বোর্ডে সেরা ২০-এ সপ্তম স্থান এবং শতভাগ পাসে চতুর্থ স্থান অর্জন করে।কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেন, ‘গত বছরের তুলনায় আমাদের কলেজের ফলাফল আশাতীতভাবে একটু কম হয়েছে।

তবে সারা দেশের সঙ্গে তুলনা করলে আমরা আমাদের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছি। আগামী দিনে আরো ভালো করার স্বপ্ন দেখি। আমাদের ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করে সেগুলোকে সংশোধনের মাধ্যমে আগামীতে আরো ভালো করার জন্য লড়াই করে যাব