খোলাবাজার২৪ মঙ্গলবার ২৪ জুলাই, ২০১৮ঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত করেছে আদালত।
মঙ্গলবার যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু বেগম খালেদা জিয়া কারাগারে অসুস্থ থাকায় তাকে আদালতে উপস্থিত করেনি কারাকর্তৃপক্ষ।
এদিন আদালতে তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বেগম খালেদা জিয়ার জামিন বর্ধিত করার আবেদন করেন।
ঢাকার বকশি বাজারে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান শুনানি শেষে ৩১ জুলাই পর্যন্ত খালেদা জিয়ার জামিন বর্ধিত করেন।