খোলাবাজার২৪ মঙ্গলবার ২৪ জুলাই, ২০১৮ঃ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ২৩তম এজেন্ট আউটলেট ২৪ জুলাই ২০১৮ তারিখে পাবনা জেলার দোগাছি ইউনিয়নের বাংলা বাজারে উদ্বোধন করা হয়। ব্যাংকের সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোতালেব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে আউটলেটটি উদ্বোধন করেন।
এ সময় স্ট্যান্ডার্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান জনাব মোঃ রেজাউর রহমান, রাজশাহী শাখার ম্যানেজার জনাব মোঃ রেজাউল হক, কুষ্টিয়া শাখার ম্যানেজার জনাব আবুল বাশার মোঃ আতিকুল ইসলাম, হাটিকুমরুল শাখার ম্যানেজার জনাব মোহাম্মদ ইউসুফ আলী, পাবনা শাখার ম্যানেজার জনাব মোঃ মাসুদুর রহমান, বানেশ^র শাখার ম্যানেজার জনাব এস. এম. সাইদুর রহমান, আউটলেটের ব্যাংকিং এজেন্ট তানজিনা আক্তার, এএসকেএস এর চেয়ারম্যান জনাব মাহফুজ আলী কাদেরী, স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।