Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪।।বৃহস্পতিবার ২৬ জুলাই, ২০১৮।। চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে মুন্সীগঞ্জে হানিফ পরিবহনের বাসকর্মীরা নদীতে ফেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইদুর রহমানকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন।  

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক কেফায়েত শাকিল ও যুগ্ম আহ্বায়ক অন্তু মুজাহিদ বলেন, হানিফ পরিবহনের শ্রমিকরা যে আচরণ করেছে নিঃস্বন্দেহে এটা হত্যাকা-। এর কঠিন বিচার হওয়া প্রয়োজন। নইলে এ ধরনের সন্ত্রাসীরা ভবিষ্যতে কোন অপরাধ করতেও দ্বিধাবোধ করবে না।

তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি এদেশের গণপরিবহন এখন আর জনগণের পরিবহন নেই। এই সেক্টর স্বার্থবাদী লোক দখল করে নিয়েছে। যারা এখন সেবার পরিবর্তে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করছে। এরা এখন জঙ্গী-সন্ত্রাসীদের চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে। এদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। 

বিচার না হওয়ায় পরিবহন শ্রমিকরা বেপরোয়া হচ্ছে দাবি করে যাত্রী অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, একের পর এক হত্যাকা- ঘটিয়েও কোনো ধরনের বিচারের সম্মুখীন না হওয়ায় পরিবহন শ্রমিকরা দিনকে দিন বেপরোয়া হয়ে উঠছে। এরা এখন নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করতে শুরু করেছে। রাজীব, রোজিনার হত্যাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার হলে এটা হতো না। 

বিবৃতিতে তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমানকে হত্যা ও সড়কে সকল হত্যাকান্ডের জন্য মৃত্যুদ-ের বিধান রেখে আইন করাসহ গণপরিবহনব্যবস্থাকে জনবান্ধব করতে সরকারের পদক্ষেপ কামনা করেন।