খোলাবাজার২৪ শনিবার ২৮ জুলাই, ২০১৮ : স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অর্ধ- বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা ২০১৮, শনিবার, ২৮ জুলাই ২০১৮ ঢাকায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন-উর-রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ তারিকুল আজম উপস্থিত ছিলেন।
সারাদেশ থেকে আগত ব্যাংকের শাখা ব্যবস্থাপকগণসহ প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী ও বিভাগীয় প্রধানগণ উক্ত সভায় যোগদান করেন। সভায় ব্যাংকের শাখাওয়ারী জুন- ২০১৮ ভিত্তিক ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০১৮ সালের জন্য নির্ধারিত বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়।